হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন এ বিনিয়োগ পরিকল্পনার কথা জানান।
প্রথমে বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল হান্ডা, এবং এ বছরের এপ্রিল ২০২৫-এ অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’-এ তারা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার দৃঢ় সহযোগিতা ও আরও মূল্যায়নের ভিত্তিতে হান্ডা তাদের বিনিয়োগ পরিকল্পনা বাড়িয়ে প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করে।
প্রতিষ্ঠানটি এখন বাংলাদেশে তিনটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে—এর মধ্যে দুটি গার্মেন্টস প্রক্রিয়াজাতকরণ এবং একটি নিটিং ও ডাইং ইউনিট থাকবে। এই কারখানাগুলোতে ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
হান চুন বলেন, “বিআইডিএ (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ), বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) এবং বেপজা (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)-এর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আমরা আত্মবিশ্বাস পেয়েছি বলেই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”
বিআইডিএ, বেজা ও বেপজা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগের মধ্যে সবচেয়ে বড় একক বিনিয়োগগুলোর মধ্যে একটি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস হান্ডা ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন,“বাংলাদেশের টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগে আপনি নেতৃত্ব দিন এবং অন্য চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করুন।”
তিনি হান্ডা ইন্ডাস্ট্রিজকে অনুরোধ করেন, বাংলাদেশি ডিজাইনারদের প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারের রুচি সম্পর্কে তাদের দক্ষ করে তুলতে।
সাক্ষাৎকালে হান চুন প্রধান উপদেষ্টার হাতে তাদের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য কারখানার নকশা উপস্থাপন করেন।
প্রধান উপদেষ্টা নকশাটি দেখে বলেন, “এটা আমার কাছে একটা চমৎকার চিত্রকর্মের মতো মনে হচ্ছে।”
মীরসরাইতে প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে গার্মেন্টস কারখানার জন্য বুধবার জমি ইজারার চুক্তি স্বাক্ষরিত হবে।
দ্বিতীয় ধাপের জন্য জমি এবং অন্যান্য সুবিধার চূড়ান্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন—বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপসচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এবং হান্ডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি।
একুশে সংবাদ/এ.জে