AB Bank
  • ঢাকা
  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই সনদের খসড়ায় গ্রহণযোগ্য নয়: এনসিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪০ পিএম, ২৯ জুলাই, ২০২৫

জুলাই সনদের খসড়ায়  গ্রহণযোগ্য নয়: এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদের’ খসড়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, আলোচনার প্রক্রিয়া সম্পূর্ণ না করেই হঠাৎ খসড়া প্রকাশ করা সমীচীন হয়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের এক পর্যায়ে বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন।

তিনি বলেন, “কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কথা বললেও তার মধ্যে কোন পদ্ধতিতে আলোচনা হবে, তা নিয়েই এখনো মতৈক্যে পৌঁছানো হয়নি। অথচ এর আগেই খসড়া প্রকাশ করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।”

জাভেদ রাসিন জানান, আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হচ্ছে, সেগুলো নির্বাচন পূর্বে একটি আইনি কাঠামোর মাধ্যমে কার্যকর করতে হবে। এনসিপি এই অবস্থান মৌখিকভাবে জানিয়েছে, প্রয়োজনে লিখিত বক্তব্যও দেবে।

তত্ত্বাবধায়ক কাঠামোর বিষয়ে সাম্প্রতিক আলোচনায় ‘র‍্যাংক চয়েস’ পদ্ধতি আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, আজ বিচার বিভাগ থেকে আরও দুজন সদস্য যুক্ত করে সাত সদস্যের একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এনসিপি এই প্রস্তাবকে সমর্থন করছে এবং অধিকাংশ দল এতে একমত হয়েছে, শুধু বিএনপি ও কিছু দল ব্যতিক্রম।

তিনি আরও বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—যেসব গঠনগত সংস্কার ছাড়া কর্তৃত্ববাদী ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়, সেগুলোর নিশ্চয়তা ছাড়া আমরা কোনো সনদে স্বাক্ষর করবো কি না, সে বিষয়ে দলীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবো। সংলাপ যদি একতরফাভাবে এগোয়, তাহলে সেটা এনসিপি মানবে না।”

 

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!