AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২২ এএম, ২৭ জুলাই, ২০২৫

ইসিতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ সালের আর্থিক হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বছরজুড়ে মোট আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই হিসাব জমা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, “যারা অতীতে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা ভবিষ্যতেও নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র করতে পারে। সে ধরনের অপচেষ্টা রুখতে সরকারকে প্রস্তুত থাকতে হবে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ অতীতে মেরুদণ্ডহীন ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচন প্রক্রিয়ায় জালিয়াতি করেছিল।”

তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে রিজভী বলেন, “আমরা আশা করি, এই কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।”

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!