বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সংগঠনটির দেশের সব শাখা ও ইউনিটের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ এই সিদ্ধান্ত জানান।
এর আগে ২৫ জুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে। কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে রিফাত রশিদকে সভাপতি ও মো. ইনামুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হন মুঈনুল ইসলাম এবং মুখপাত্র পদে নির্বাচিত হন সিনথিয়া জাহীন আয়েশা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গত বছরের জুলাই–আগস্টে সংগঠিত ছাত্র অভ্যুত্থানে মুখ্য ভূমিকা রেখেছিল। সেই অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করে। এরপর থেকে সংগঠনটির প্রকাশ্য তৎপরতা অনেকটাই থেমে যায়। সংগঠনের নাম ব্যবহার করে একাধিক নেতিবাচক ঘটনার খবরও সামনে আসে।
এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সংকট নিরসনে এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম কাউন্সিলের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ অভ্যুত্থানকালীন সময় সংগঠনের মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিবের দায়িত্বও পালন করেন, যদিও পরবর্তীতে সেখান থেকে পদত্যাগ করেন। সাধারণ সম্পাদক ইনামুল হাসান ছিলেন জুলাই আন্দোলন সংক্রান্ত সেলের সম্পাদক ও `জুলাই ম্যাসাকার আর্কাইভ`-এর প্রতিষ্ঠাতা। উভয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
সংগঠনটি এর আগে এক ঘোষণায় জানায়, ১ জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টানা কর্মসূচি শুরু হয়, যা পরবর্তীতে সরকারি দমন–পীড়নের মুখে একটি গণ–অভ্যুত্থানে রূপ নেয়। অভ্যুত্থানের ধারাবাহিকতায় দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।
আন্দোলনের সময় বিভিন্ন মতাদর্শের ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিলেন। কিন্তু অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে অন্যান্য সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি হয়।
একুশে সংবাদ/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
