সংস্কার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো ধরনের ভীতি পোষণ করে না, বরং তা স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, "সংস্কারের সূচনা আমাদের হাত ধরেই, তাই একে ভয় পাওয়ার কিছু নেই।"
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সংস্কার প্রসঙ্গে ফখরুল বলেন, “অনেকেই সংস্কারের ভেতরে ইতিবাচক কিছু খুঁজে পান না। তবে আমি সেখানে আশাবাদের জায়গা দেখছি। আজকের পত্রিকায় দেখলাম—১২টি মৌলিক বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।”
তিনি ড. আলী রিয়াজ ও তাঁর দলের উদ্যোগের প্রশংসা করে বলেন, “অনেকে আমাদের দোষারোপ করে বলেন—আমরা নাকি সংস্কার চাই না। অথচ বাস্তবতা হচ্ছে, সংস্কারের ধারণাটাই তো আমাদের তৈরি করা। ’৭৫ সালের আগে যখন শেখ মুজিব একদলীয় শাসনব্যবস্থা চালু করেন, তখন গণতন্ত্র ছিল প্রায় নিশ্চিহ্ন। সেই সময় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।”
ফখরুল বলেন, “এই সংস্কারধারার ভিত্তি তো বিএনপির হাতেই তৈরি। তাই সংস্কার নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই। বরং আমরা এটি উৎসাহের সঙ্গে গ্রহণ করি। বর্তমানে যেসব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে উঠেছে, তার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
একুশে সংবাদ/জা.নি/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
