জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিয়ে আয়োজিত এক আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক অডিও বক্তব্যে প্রতিশোধপরায়ণ মনোভাবের প্রকাশ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) আয়োজিত এই তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনাসভায় ড. আসিফ বলেন, “এত বড় মানবিক বিপর্যয়ের পরও শেখ হাসিনার মধ্যে অনুশোচনার কোনো ছাপ নেই। তার কিছু বক্তব্য থেকে এখনো প্রতিশোধপরায়ণতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।”
তিনি আরও বলেন, “যুদ্ধক্ষেত্রেও যদি কেউ আহত অবস্থায় পড়ে থাকে, তাকে চিকিৎসা না দিলে সেটিও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয়। অথচ ২০২৫ সালের ঘটনাগুলোতে আমরা এমন কিছু ভয়াবহতার চিত্র দেখেছি যা ১৯৭১ সালেও পাকিস্তানি বাহিনীর কাছ থেকে প্রত্যক্ষ করিনি।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রতি আস্থা জানিয়ে তিনি বলেন, “তাজুল নিয়মিতভাবে আপডেট দিচ্ছেন। তার নিষ্ঠা ও সততা প্রশ্নাতীত। শত চেষ্টাতেও তাকে প্রভাবিত বা কেনা সম্ভব নয়। কখনো রাত ২টা পর্যন্ত কাজ করে যদি কোনো নতুন প্রমাণ পান, সঙ্গে সঙ্গে এসে জানান।”
বিচারপ্রক্রিয়ায় অনেক সীমাবদ্ধতা ও ব্যর্থতা রয়েছে বলে স্বীকার করে আসিফ নজরুল বলেন, “আমরাও ভুল করি, অপূর্ণতা আছে। তবে চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চটুকু দিয়ে। বিচারপ্রক্রিয়ায় এমন ভিত্তি রেখে যেতে চাই, যেন ভবিষ্যতে কোনো সরকার এসে তা পাল্টাতে না পারে।”
নিজ দায়িত্বের প্রতি ধর্মীয় দায়বদ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, “আমি বিচারকে জনগণের প্রতি নয়, সৃষ্টিকর্তার প্রতি দায় হিসেবে দেখি। আল্লাহ যেন আমাকে জবাবদিহির সুযোগ দেন, আমি সেই চেষ্টাই করছি। এমন নিষ্ঠা নিয়ে আমি আমার পিএইচডি গবেষণাও করিনি।”
একুশে সংবাদ/স.ট/এ.জে