উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জারিফ ফারহান (১৩)।
এ তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, “জারিফের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে রাখা অবস্থায় আজ সকাল ৯টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।”
জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার বাবা হাবিবুর রহমান ও মা রাশেদা ইয়াসমিন।
এর আগের দিন, শুক্রবার (২৫ জুলাই), একই ইনস্টিটিউটে আরও দুই শিক্ষার্থী—আইমান (১০) ও মাকিন (১৩)—চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। তাদের শরীরের যথাক্রমে ৪৫ ও ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভয়াবহ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। আহতদের মধ্যে প্রায় অর্ধশতাধিক এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৬ জন, সিএমএইচ-এ ১৫ জন, ঢাকা মেডিকেলে ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াকে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে আরও ১ জন মারা গেছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
