সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
জানা গেছে, বিচারপতির দায়িত্ব পালনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের পেছনে ‘দুর্নীতি ও বিদ্বেষ’ ছিল—এমন অভিযোগে দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয় ২০২৪ সালে। মামলায় বেআইনি রায় প্রদান ও রায় জালিয়াতির অভিযোগ আনা হয়।
এবিএম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে কয়েক দফা তার মেয়াদ বাড়ানো হয়।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
