AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের দিন সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করলো ইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫২ পিএম, ২৩ জুলাই, ২০২৫

ভোটের দিন সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করলো ইসি

জাতীয় সংসদের ১৩তম নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিনে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের আচরণ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ জুলাই) কমিশনের সচিব আখতার আহমেদের স্বাক্ষরে "নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫" প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়।

নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ভোটের দিন অনুমোদিত সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার ও ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন। তবে গোপন কক্ষে প্রবেশ, ছবি তোলা কিংবা সেখান থেকে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে না।

সাংবাদিকরা ভোটের এক সপ্তাহ আগেই ইসি সচিবালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাস কার্ড, যানবাহনের স্টিকার এবং প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করতে পারবেন।

এই নীতিমালা প্রিন্ট, টেলিভিশন, অনলাইন মিডিয়া, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্যও প্রযোজ্য হবে।

ইসি জানিয়েছে, জাতীয় সংসদ ছাড়াও স্থানীয় সরকার নির্বাচন—যেমন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও সিটি করপোরেশন নির্বাচনেও এ নীতিমালা কার্যকর থাকবে।

নীতিমালার মূল নির্দেশনা:

> বৈধ পাসধারী সাংবাদিকরা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

> তথ্য সংগ্রহের আগে প্রিসাইডিং অফিসারকে জানাতে হবে।

> গোপন কক্ষে প্রবেশ বা ছবি তোলা নিষিদ্ধ।

> একসঙ্গে একাধিক গণমাধ্যমের কর্মীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

> ভোটকক্ষে অবস্থান ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

> ভোটকক্ষে সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না।

> কেন্দ্র বা কক্ষ থেকে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ।

 > সরাসরি সম্প্রচার করতে হলে কেন্দ্রের বাইরে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

> ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি ও ছবি তোলার অনুমতি থাকবে, তবে সেখান থেকেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

> ভোটকক্ষের অভ্যন্তর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার নিষিদ্ধ থাকবে।

 

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!