AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে : আইন উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৫ পিএম, ২২ জুলাই, ২০২৫

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে : আইন উপদেষ্টা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ করা,
২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,
৩. শিক্ষকদের প্রতি অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,
৪. ক্ষতিপূরণ প্রদান,
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করা,
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।

আইন উপদেষ্টা এ ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন এবং পুলিশের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। কিছু শিক্ষার্থী পুলিশের দিকে জুতা ও পানির বোতল ছুড়ে মারেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট) দুইজন উপদেষ্টা কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

এর আগে, সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে ছয় দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা ঘোষণা দেন, দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে যদি সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় না আসেন, তবে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করবেন।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!