ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক সেবনের পর অশ্লীল আচরণ ও অঙ্গভঙ্গির অভিযোগে মো. সাব্বির মিয়া (৩০) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক শাহবাজপুর ইউনিয়নের মোড়া হাঁটি এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে।
ঘটনার বিষয়ে ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, তিনি রুটিন কাজের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে দেখতে পান, এক যুবক মাদক সেবন করে মাতাল অবস্থায় জনসম্মুখে অশ্লীল আচরণ ও অঙ্গভঙ্গি করছে। এতে এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. সাব্বিরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ড কার্যকালে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরাইল থানার পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ব্রা.প্র/এ.জে