বাংলাদেশ বেসরকারি স্কুল এসোসিয়েশন (নন এমপিও) ময়মনসিংহ আঞ্চলিক শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
কমিটিতে অধ্যাপক জি.এম. আজহারুল ইসলাম কাজলকে সভাপতি এবং হযরত আহম্মেদ সাকিবকে মহাসচিব করা হয়েছে। পাশাপাশি খায়রুল আলম বাবুলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে।
এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ভাইস চেয়ারম্যান আফরোজ খান, ইসরাত জাহান ইভা, একে এম আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব হাবিবুর রহমান হাবী, অলক ঘোষ ছোটন, সহ সাংগঠনিক সম্পাদক রহুল আমিন, আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আফতাব উদ্দিন কাঞ্চন, প্রচার সম্পাদক মিজানুর রহমান মানিক, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক তানজিল আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার লাবণী।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ওসমান গনি কুসুম, আবু সাঈদ, ফিরোজা আহমেদ, মোজাম্মেল হোসেন আশিক, আমজাদ হোসেন ও শাহজাহান কবীর।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে