রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মরদেহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তরের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার দফতর।
সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসা সম্পর্কে খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রতি হাসপাতাল এলাকায় ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এই দুর্ঘটনায় গোটা উত্তরায় শোকের আবহ নেমে এসেছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৯ জন মারা গেছেন এবং ১৬৪ জন আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুর ১টার কিছু পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ভবনে থাকা শিক্ষার্থীদের অনেকে দগ্ধ হন। এতে হতাহতের সংখ্যা বাড়তে থাকে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং শুরু করে উদ্ধার কার্যক্রম। পরে সেনাবাহিনী ও বিজিবি উদ্ধারকাজে যোগ দেয়। আহতদের বিমান বাহিনীর হেলিকপ্টারে ও অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
একুশে সংবাদ/ই.কি/এ.জে