রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন উপজেলার উত্তর দৌলতদিয়া উম্বর কাজী পাড়া এলাকার মৃত হযরত আলী মণ্ডলের ছেলে মো. লোকমান মণ্ডল (৩৮)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, “মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে