AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবি আটক



ভোলার লালমোহনে বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবি আটক

ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১০০টি এবং ৫০০ টাকার ৩০টি জাল নোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন—লালমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) ও মো. তাজউদ্দিনের ছেলে মো. মার্শাল (২০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা বণ্টন করা হচ্ছে। পরে সেখানে এসআই আবু ইউসুফ, মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত দুইজন সম্পর্কে দেবর ও ভাবি। তারা প্রতি এক লাখ টাকার জাল নোট ২৫ হাজার টাকায় বিক্রি করতেন। দীর্ঘদিন ধরেই তারা জাল টাকা কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Link copied!