AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
উত্তরায় বিমান বিধ্বস্ত

নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে যোগাযোগ করবেন যেসব নম্বরে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৮ পিএম, ২১ জুলাই, ২০২৫

নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজে যোগাযোগ করবেন যেসব নম্বরে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ও ফায়ার সার্ভিস। এছাড়া ১৬৪ জন আহতের মধ্যে শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ অবস্থায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে অভিভাবক ও স্বজনরা নিচের জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন—

মিলিটারি রেসকিউ ব্রিগেড: ০১৭৬৯০২৪২০২
সিএমএইচ বার্ন ইউনিট: ০১৭৬৯০১৬০১৯
সিএমএইচ ইমার্জেন্সি সেবা: ০১৭৬৯০১৩৩১১
মাইলস্টোন স্কুল এডমিন অফিসার: ০১৮১৪৭৭৪১৩২
মাইলস্টোন স্কুল ভাইস প্রিন্সিপাল: ০১৭৭১১১১৭৬৬
জাতীয় জরুরি সেবা (৯৯৯): এখানে ফোন করলে পুলিশের ইমার্জেন্সি সেল প্রয়োজনীয় হাসপাতাল বা বার্ন ইউনিটের সঙ্গে আপনাকে যুক্ত করে দেবে।

আইএসপিআর জানায়, বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটোলা থেকে উড্ডয়নের পরই এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটিতে পড়ে। দুর্ঘটনা এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে জনবসতিহীন এলাকায় নামাতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়, এতে পাইলটসহ ১৯ জন নিহত হন। আহত ১৬৪ জনকে দ্রুত সিএমএইচ ও অন্যান্য হাসপাতালে নেয়া হয়েছে।

আইএসপিআরের বার্তায় বলা হয়েছে, দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে বিমান বাহিনী। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং সার্বিক সহযোগিতায় বিমান বাহিনী, সেনা, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করছে।

সেনা প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর।

এ ঘটনায় বিমান বাহিনী একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!