AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকায় চাল দেবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৫ পিএম, ১৫ জুলাই, ২০২৫

সরকার থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকায় চাল দেবে সরকার

আগামী আগস্ট মাস থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও স্বল্প-আয়ের পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল সরবরাহ করবে সরকার। এই কার্যক্রম চলবে ছয় মাসব্যাপী। মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এ তথ্য জানান।

খাদ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট থেকে পুনরায় শুরু হচ্ছে সরকার পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রতি পরিবার মাসে ৩০ কেজি চাল পাবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ১৫ টাকা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই চাল বিতরণ করা হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারি মাসে কার্যক্রম স্থগিত থাকবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসে পুনরায় বিতরণ শুরু করা হবে।

খাদ্য উপদেষ্টা আরও জানান, বন্যা এবং অন্যান্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে সরকারিভাবে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এছাড়া বেসরকারি পর্যায়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!