AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০২ পিএম, ১৫ জুলাই, ২০২৫

অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা

বাংলাদেশে চলমান অন্তর্বর্তী সরকারের অধীনে অর্থনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক নতুন কান্ট্রি ডিরেক্টর জ্যাঁ পেসমে।

জোহানেস জুট বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছি।’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আপনি এবং আপনার দল একটি কঠিন সময়েও দারুণ কাজ করছেন। বিশ্বব্যাংক আপনাদের পাশে রয়েছে। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আমরাও অংশীদার।’

গত বছরের জুলাইয়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জোহানেস জুট বলেন, ‘ওই সময়টা আমাদের সবার জন্যই আবেগঘন ছিল।’

এ সময় অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল যেন ভূমিকম্পের পর এক বিধ্বস্ত এলাকায় এসে দাঁড়িয়েছি। আমাদের তেমন কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহায়তা আমাদের সাহস দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত জুলাইয়ের ঘটনাগুলো ইতিহাস হয়ে থাকবে। বিশেষ করে নারীদের অংশগ্রহণ ছিল অনন্য। আজ আমরা ‘জুলাই উইমেন্স ডে’ পালন করছি। তাদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না।’

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের অগ্রগতি গোটা দক্ষিণ এশিয়ার জন্য সুফল বয়ে আনবে। তিনি বলেন, ‘বাংলাদেশ সমুদ্রপথসহ আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন খাতে বড় সম্ভাবনা রাখে। এই খাতকে আরও উন্নত করা দরকার।’

এ সময় ইউনূস আরও বলেন, ‘অনেক দেশে জনসংখ্যা কমছে। আমরা তাদের বলেছি, তাদের শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তর করুন। আমরা প্রয়োজনীয় সহায়তা দেব, যাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জোহানেস জুট বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। মেয়েদের জন্য শিক্ষা ভাতা প্রকল্প একসময় বিশ্বব্যাংকের উদ্যোগেই শুরু হয়েছিল। এখন বিশ্বের অনেক দেশ এটি অনুসরণ করছে। ভবিষ্যতেও আমরা বাংলাদেশের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহযোগিতা করব।’

তিনি জানান, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে এবং আগামী তিন বছরেও এই সহায়তা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে অগ্রগতির তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, নতুন ব্যবস্থাপনার মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে। এনসিটিকে আরও দক্ষ ও কার্যকর করার কাজ চলমান। একইসঙ্গে চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নেট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্য হারে বেড়েছে, যার পেছনে অভ্যন্তরীণ ঋণ ও ইক্যুইটি বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!