ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের উর্মি আক্তার একযোগে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
"ছেলে হোক, মেয়ে হোক—দু`টি সন্তানই যথেষ্ট" প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই দিবসের আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। উর্মি আক্তার ২০২৫ সালের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে জেলা প্রশাসক আব্দুল আওয়ালের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঝিনাইদহের উপপরিচালক মো. মোজাম্মেল করিম।
এর আগে তিনি কোটচাঁদপুর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলামের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস।
উর্মি আক্তার বর্তমানে কোটচাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে কর্মরত। তার এ অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এদিকে, অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শৈলকুপার বগুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রাজেন্দ্র প্রসাদ রায় (শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার), সুরাইয়া পারভীন (শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা) এবং এসবিকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সালাহ উদ্দীন।
নিজের এই সাফল্যে উর্মি আক্তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং সকলের সহযোগিতা কামনা করেছেন আগামীর পথচলায় আরও ভালো কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে