এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত সচিব এমডি সোহেল।
সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাষাসৈনিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর বড় ছেলে। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই।
বাংলাদেশের চা শিল্পের অগ্রগতিতে তার অবদান গুরুত্বপূর্ণ। এইচআরসি গ্রুপের মাধ্যমে তিনি দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে পরিচিত করে তোলে।
চা শিল্প ছাড়াও এইচআরসি গ্রুপ পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন, পরিবহন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতেও দীর্ঘদিন ধরে সক্রিয়। এসব খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কূটনৈতিক মহলে সুপরিচিত ছিলেন।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে যুক্ত থেকে দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে সক্রিয় থেকেছেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে তার সামাজিক কার্যক্রম প্রশংসিত হয়েছে।
ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবায় অবদানের জন্য তিনি দেশ-বিদেশে নানা সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। দেশের অর্থনীতিতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ ঘনিষ্ঠজনরা গভীর শোক প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে