AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইন নিজের হাতে তুলে নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:১৭ পিএম, ১৪ জুলাই, ২০২৫

আইন নিজের হাতে তুলে নিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত বড় প্রভাবশালী বা উচ্চপর্যায়ের চাঁদাবাজই হোক, ছাড় দেওয়া হবে না।

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে ‘রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্প ব্যবস্থাপনা ও মাদক নিয়ন্ত্রণ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের সচেতনতা বাড়লেই মব ভায়োলেন্স বা গণপিটুনির প্রবণতা বন্ধ হবে। চাঁদাবাজি ও আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এসব প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক নির্মূলে শুধু বাহক নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সংশ্লিষ্ট দপ্তরকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। কর্মকর্তাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু এখন দেশের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নানা কঠোর ব্যবস্থার পরও রোহিঙ্গা ক্যাম্প থেকে সংঘটিত অপরাধ সরকারকে ভাবিয়ে তুলেছে। এই সমস্যা সমাধানের জন্য একজন উপদেষ্টা সরাসরি কাজ করছেন। তিনি কৌশল খুঁজছেন কীভাবে দ্রুত ও কার্যকর সমাধানে পৌঁছানো যায়।

কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজসহ সংশ্লিষ্ট বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!