খুলনার আলিফ গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি মালবাহী ট্রেন আলিফ গেট রেলক্রসিং অতিক্রমের সময় একটি ট্রাক লাইনে উঠে পড়ে। ওই সময় ট্রেনটি সরাসরি ট্রাকটিকে ধাক্কা দেয়, ফলে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
এই দুর্ঘটনার পর খুলনার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিস্তারিত আসছে...
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

