ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণের লক্ষ্যে শেরপুর সদর উপজেলায় চালু হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র। রোববার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, জেলা প্রশাসনের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার ফাহমিদা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি সেবা সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এ সহায়তা কেন্দ্র ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।”
জানা গেছে, এই সেবা সহায়তা কেন্দ্র থেকে নির্ধারিত ফি’র বিনিময়ে ভূমি উন্নয়ন কর, নামজারি (মিউটেশন), খতিয়ান (পর্চা) সংগ্রহসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণের আবেদন করা যাবে। এতে ভূমি অফিসে আসা সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে