জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘জুলাই গণহত্যা’র বিচার দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত জেলার ৫৬ শহীদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জুলাই-২৪ সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত এগিয়ে চলছে। ৫ আগস্টের আগেই এসব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের লক্ষ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচারকার্য সম্পন্ন করা।
তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের শিখিয়েছে কীভাবে ঐক্যবদ্ধ থাকতে হয়। এখনও বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতা চলছে। সবাই যদি জুলাই মাসের মতো ঐক্যবদ্ধ থাকেন, তাহলে অপরাধ দমন সহজ হবে। প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।
এদিন দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পরিবেশ আন্দোলনকর্মী রেজওয়ানা হাসান।
তারা বলেন, তরুণ প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগ ও ইতিহাস তুলে ধরতে সারাদেশে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে রূপান্তরের কাজ সম্পন্ন হয়েছে। শহীদদের কবর সংরক্ষণের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/আ.ট/এ.জে