AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৭ পিএম, ২ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আর চার মাস বাকি থাকতেই রবিবার (২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হলো নির্বাচনী প্রচারণা কার্যক্রম। উদ্বোধনী ধাপে প্রকাশিত হয়েছে নির্বাচনের প্রথম টিজার।

এই টিজারে দেশের নাগরিকদের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন গুম-নিপীড়নের শিকারদের পরিবারের পক্ষে কাজ করা এবং বিডিআর হত্যাকাণ্ড তদন্তের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

টিজারে তিনি বলেন, “বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নির্বাচনের মুখে দাঁড়িয়ে। এই ভোটের মাধ্যমেই জনগণ তাদের দেশের মালিকানা পুনর্নিশ্চিত করবে। নির্বাচন ২০২৬— দেশের চাবি এখন আপনার হাতে। আপনি নির্ধারণ করবেন কেমন বাংলাদেশ দেখতে চান।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদভাবে ভোট আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে নির্বাচনকালীন প্রশাসনিক পদায়ন কার্যক্রম। তবে গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার নতুনভাবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!