AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩২ পিএম, ২ নভেম্বর, ২০২৫

কাতারের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সংহতি পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যে কোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১ নভেম্বর) বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা–সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়।

তৌহিদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারে কাতারের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে দোহা সরকারের প্রতিশ্রুতিকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা পৃথক এক বৈঠকে ‘কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)’–এর মহাসচিবের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে আঞ্চলিক সংলাপ, শান্তি ও সহযোগিতা জোরদারে সিআইসিএ–এর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বর্তমানে তৌহিদ হোসেন মানামা সংলাপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকরা মতবিনিময় করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!