বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
সিইসি বলেন, “কানাডিয়ান রাষ্ট্রদূত আমাদের নির্বাচনী প্রস্তুতি জানতে চেয়েছেন। বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তারা বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চান।”
তিনি আরও বলেন, “যেসব বিদেশি পর্যবেক্ষক অতীতে আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনগুলোকে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তাদের এবার আর আমন্ত্রণ জানানো হবে না।”
নির্বাচন কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই কাজ করছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।
একুশে সংবাদ/স.ট/এ.জে