আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় থাকায় আগামী কয়েক দিনে সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
রোববার (৩১ আগস্ট) : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেটের কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (০১ সেপ্টেম্বর) : ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রামের অধিকাংশ জায়গা এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) : রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের কিছু জায়গা এবং ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) : ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেটের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকার কিছু জায়গায় বজ্রবৃষ্টি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।
আবহাওয়াবিদরা জানান, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
একুশে সংবাদ/এ.জে