AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৫৫ পিএম, ৮ জুলাই, ২০২৫

ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সে দেশে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (৮ জুলাই) দেশে ফিরেছেন। ভোর ও সকালে দুটি আলাদা ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথম ফ্লাইটে ২২ জন এবং পরে দ্বিতীয় ফ্লাইটে আরও ১০ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছেন।

এর আগে, জুলাই মাসের শুরুতে সংঘাতের জেরে ইরান থেকে ২৮ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছিল। তাদের পাকিস্তান হয়ে স্থলপথে দেশে ফিরিয়ে আনে সরকার।

তেহরানে বাংলাদেশের দূতাবাস সূত্র জানায়, চলমান সংকটে দেশে ফেরার আগ্রহ দেখিয়ে ২৫০ জন বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেছিলেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নিবন্ধিতদের অধিকাংশই আপাতত দেশে ফিরতে আগ্রহী নন। অন্যদিকে, ইরানে অবস্থানরত অনেক অনিবন্ধিত ও অনিয়মিত বাংলাদেশি নিজ দেশে ফেরার আগ্রহ দেখাচ্ছেন।

দূতাবাসের হিসাব অনুযায়ী, বর্তমানে ইরানে আনুমানিক ২ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে তেহরানে অবস্থান করছেন প্রায় ৪০০ জন। তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যার মধ্যে ৬৬ জন শিক্ষার্থী।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!