AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ল হজযাত্রীদের ফ্লাইট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩০ পিএম, ৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটিতে রানওয়েতে আটকে পড়ল হজযাত্রীদের ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে সৌদি আরবের মদিনা থেকে ফেরা হজযাত্রীদের একটি ফ্লাইট। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখতে হয়।


শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৮ ফ্লাইটটি অবতরণের পর এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।


বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ফ্লাইটটি মদিনা থেকে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক সমস্যার কারণে আটকে পড়ে। পরে ত্রুটি মেরামতের পর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে আনা হয়।


তিনি আরও বলেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির কারণে বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে বিমানটি নিরাপদে সরিয়ে নেওয়ার পর রানওয়ে আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।


এ ঘটনায় বিমানবন্দরের অন্য ফ্লাইট সূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


একুশে সংবাদ//ঢা.পর.ন

Link copied!