ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষে আজ রোববার (১৫ জুন) খুলছে দেশের সব ধরনের অফিস-আদালত, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজার। স্বাভাবিক নিয়মে বিচারিক কার্যক্রমও শুরু হচ্ছে আজ থেকে।
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের আগে ৪ জুন (মঙ্গলবার) ছিল শেষ কর্মদিবস। এরপর ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হয় এবং ৭ জুন সারাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি নির্ধারণ করা হলেও পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন অতিরিক্ত দুই দিন যুক্ত হয়। ফলে সাপ্তাহিক ছুটিসহ মোট ১০ দিন বন্ধ ছিল অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠান, যা শেষ হয় গতকাল শনিবার (১৪ জুন)।
ছুটির ধারাবাহিকতা বজায় রাখতে ও কর্মঘণ্টা পূরণের লক্ষ্যে সরকার ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রেখেছিল, যাতে সরকারি কর্মচারীরা নির্ধারিত ছুটি উপভোগে কোনো বাধার সম্মুখীন না হন।
ছুটির শেষ দিনে শনিবার রাজধানীমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী বাস, ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে বাড়তি চাপ লক্ষ্য করা যায়। গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও কমলাপুরের মতো এলাকায় দিনভর ছিল যাত্রীদের আনাগোনা।
বাসস্ট্যান্ডগুলোতে লাল সবুজ, শ্যামলী, এনা, সোহাগ, স্টার লাইন, ইকোনো ও গ্রিন লাইনসহ বড় পরিবহন সংস্থার বাসের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি অনেকে লোকাল বাসেও রাজধানীতে ফিরে আসেন।
যদিও যানবাহনের সংখ্যা বেশি ছিল, তবু উল্লেখযোগ্য কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি। আজ রোববার ঢাকার সড়কে যানবাহনের সংখ্যা এবং মানুষের চলাচল আগের ক’দিনের তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে