AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৫ পিএম, ২৮ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চারদিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ (জেবিপিএফএল) এর প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে।

বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সফর ও কর্মসূচি:

এর আগে বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে জাপানে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফরের শুরুতেই জাপানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক শুরু করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ সফরে বাংলাদেশের ১ লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো, মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

দ্বিপাক্ষিক আলোচনায় যেসব ইস্যু গুরুত্ব পাবে:

১. ফিউচার অব এশিয়া সম্মেলনে বক্তৃতা দেবেন অধ্যাপক ইউনূস

২. জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক

৩. সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে

৪. বন্ধ হয়ে যাওয়া ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা

৫. সামরিক নয়, বেসামরিক ও অর্থনৈতিক সহযোগিতা অগ্রাধিকার

৬. এক বিলিয়ন ডলারের স্বল্প সুদে ঋণ সহায়তা প্রস্তাব করবেন অধ্যাপক ইউনূস

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রধান উপদেষ্টার জাপান সফর দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত করতে পারে। একদিকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা, অন্যদিকে কর্মসংস্থানের নতুন পথ খুলে যেতে পারে বাংলাদেশের তরুণদের জন্য।

বিশ্লেষকদের মতে, বিশেষ করে মানবসম্পদ উন্নয়ন, বন্দর ও বিদ্যুৎ প্রকল্পে সহযোগিতা এবং প্রযুক্তি স্থানান্তর-এ এই সফর হতে পারে কৌশলগত মোড়।

প্রসঙ্গত, জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী দেশ। বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও বন্দর উন্নয়নে দেশটি বিভিন্ন সময় বড় অংকের ঋণ ও প্রযুক্তি সহায়তা দিয়ে আসছে।

 

একুশে সংবাদ / চ.ট/এ.জে

Link copied!