AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিপিসির আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৭ পিএম, ২৫ মে, ২০২৫

বিপিসির আশ্বাসে পেট্রোল পাম্প ধর্মঘট স্থগিত

তেল বিক্রির কমিশনসহ ১০ দফা দাবিতে রবিবার সকাল থেকে শুরু হওয়া অর্ধদিবসের পেট্রোল পাম্প ধর্মঘট দুপুরে প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ।

দুপুর সোয়া ১টার দিকে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এর আগে সকালে বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি) ও মালিক পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিপিসি ১৫ দিনের মধ্যে মূল দাবি—তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ—সহ অন্য দাবিগুলোর সমাধানের প্রতিশ্রুতি দেয়। বাকিগুলো দুই মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বলেন, “বিপিসি আশ্বাস দিয়েছে, আমাদের দাবি বাস্তবায়নে সময়সূচি নির্ধারণ করা হবে। আমরা আপাতত ধর্মঘট স্থগিত করছি। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে দাবি পূরণ না হলে আবার কর্মসূচিতে যাব।”

প্রসঙ্গত, সকাল ৬টা থেকে দেশের প্রায় সব পেট্রোল পাম্পে তেল উত্তোলন, পরিবহন ও বিক্রি বন্ধ ছিল।

পেট্রোল পাম্প মালিকদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে কমিশন বৃদ্ধির পাশাপাশি ইজারা নবায়ন, লাইসেন্স ফি বাতিল, তেল বিক্রিতে বৈষম্য রোধ এবং লাইসেন্স ও পারমিট প্রক্রিয়া সহজ করাসহ বিভিন্ন প্রশাসনিক সংস্কারের দাবি।

 

একুশে সংবাদ/ ঢ.প/এ.জে

Link copied!