চট্টগ্রাম বন্দরকে কোনো দেশ বা কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। আমরা চাই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আমাদের টার্মিনাল ব্যবস্থাপনায় অংশ নিক, বিনিয়োগ করুক—এটাই আমাদের উদ্দেশ্য।”
রোববার (২৫ মে) রাজধানীর একটি হোটেলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত ‘সিএমজেএফ টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সংস্কার ও বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়ে প্রেস সচিব বলেন, “চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করতে আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি। এতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। ইতোমধ্যে কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি তিন বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।”
তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে, চট্টগ্রাম বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ও ব্যস্ততম বন্দরের একটি হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে কাজ চলছে।”
প্রেস সচিব আরও জানান, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান আনতে সরকার অংশীদারিত্বমূলক বিনিয়োগকে উৎসাহ দিচ্ছে, তবে মালিকানা হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই।
বন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, পুরো অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তাই এর সক্ষমতা বাড়ানো এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ ও ব্যবস্থাপনা নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন উঠেছে। এই প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে