ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “কমিশন ডিসেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তার আগে প্রবাসীদের জন্য ভোটার সচেতনতা কার্যক্রম শুরু করা হবে, যা আগামী মাস থেকে শুরু হবে।”
এ সময় তিনি আরও জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির চূড়ান্ত রূপরেখা তৈরি করেছে।
বিস্তারিত আসছে....
একুশে সংবাদ/স.ট/এ.জে