AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০২ পিএম, ৮ আগস্ট, ২০২৫

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

জুলাই সনদের বাধ্যবাধকতা বাস্তবায়ন ও তা নিশ্চিত করার পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান। তিনি বলেন, “ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও প্রত্যাশিতভাবে স্বাক্ষরিত সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এই লক্ষ্যে আগামী সপ্তাহে কমিশন বিশেষজ্ঞদের সঙ্গেও বৈঠক করবে।”

আলী রীয়াজ আশা প্রকাশ করেন, এই প্রক্রিয়ায় অল্প সময়ের মধ্যেই একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগের দুই দফা আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নে উল্লেখযোগ্যসংখ্যক সুপারিশ ও সংস্কার প্রস্তাবে ঐকমত্য গড়ে উঠেছে। প্রথম দফার সংলাপে ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য হয়, যার কিছু ইতোমধ্যে সরকার অধ্যাদেশ, নীতি ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে বাস্তবায়ন করেছে।

দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়। এর মধ্যে ১১টি বিষয়ে সর্বসম্মত ঐকমত্য হয় এবং বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের সমর্থনে সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কিছু দলের ভিন্নমত লিপিবদ্ধ থাকবে। তবে প্রথম দফায় রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ে আলোচনা হয়নি।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!