আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে ট্রেনের আগাম টিকিট বিক্রির পঞ্চম দিন চলছে আজ। রোববার (২৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের ৪ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী, এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। প্রতিদিনের মতো আজও টিকিট সংগ্রহ করতে রেলওয়ের অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে ৭ দিনের ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় আগাম বিক্রি করা হবে। সেই হিসাবে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত প্রতিদিনের টিকিট ধাপে ধাপে নির্ধারিত দিনে বিক্রি হচ্ছে। আজ বিক্রি হচ্ছে ৪ জুনের টিকিট, আগামীকাল বিক্রি হবে ৫ জুনের টিকিট, আর ৬ জুনের টিকিট মিলবে ২৭ মে।
নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন এবং এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।
ঈদে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে এবারও নিয়েছে বিশেষ উদ্যোগ। বাড়তি ট্রেন, স্টাফ এবং নিরাপত্তাব্যবস্থাসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে সবাই নিরাপদে ও সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে