চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ নিশ্চিত করেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। শনিবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে ওয়াহিদউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা কোথাও বলেননি তিনি চলে যাচ্ছেন। তিনি দায়িত্বেই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব গুরুত্বপূর্ণ, এবং তা থেকে আমরা সরে যাচ্ছি না।”
তিনি আরও জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়েছে। “আমরা সেসব সমস্যা চিহ্নিত করেছি। এখন লক্ষ্য হবে সমাধানের পথ খুঁজে বের করে দায়িত্ব পালন অব্যাহত রাখা,” বলেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, অধ্যাপক ইউনূস ওইদিন উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক অনির্ধারিত আলোচনায় পদত্যাগের ভাবনার কথা জানিয়েছেন। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।
এ অবস্থায় সরকার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টাকে দায়িত্বে থাকার আহ্বান জানায়।
উল্লেখযোগ্য যে, শনিবার দুপুরে অনুষ্ঠিত এই অনির্ধারিত বৈঠকে অন্তর্বর্তী সরকারের ১৯ জন উপদেষ্টাই উপস্থিত ছিলেন। এর আগে, একই দিন সকালে অনুষ্ঠিত হয় একনেক সভা, যেখানে ১০টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে