AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একনেক সভা শেষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২০ পিএম, ২৪ মে, ২০২৫

একনেক সভা শেষে উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।

শনিবার (২৫ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বেলা ১২টা ২০ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত আছেন উপদেষ্টা পরিষদের ১৯ সদস্য।

এর আগে, সকাল ১১টায় একনেক সভা শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়। ওই সভায় মোট দশটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপদেষ্টা পরিষদের বৈঠকটি ছিল সম্পূর্ণ অভ্যন্তরীণ। একনেক সভা শেষ হওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব ও পরিকল্পনা সচিবসহ সব সরকারি কর্মকর্তাকে সম্মেলন কক্ষ ত্যাগ করতে বলা হয়।

চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকারের ভবিষ্যৎ করণীয় নিয়ে এ বৈঠক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

এদিন বিকেলে বিভিন্ন রাজনৈতিক দলের—বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য পক্ষের নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার।

সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের একটি নিয়মিত বৈঠকে ড. ইউনূস অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তাঁর পদত্যাগের চিন্তার কথা উল্লেখ করেন। তিনি রাষ্ট্রীয় কার্যক্রমে নানা বাধা, রাজনৈতিক অচলাবস্থা, পক্ষগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এবং সহযোগিতার ঘাটতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।

 

একুশে সংবাদ/যু/এ.জে

Link copied!