আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি নিশ্চিত করতে আগামীকাল শনিবার (২৪ মে) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। এর আগেও গত ১৭ মে (শনিবার) অফিস চালু রাখা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঈদের আগে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ছুটি দেওয়া হয়েছে। এর বিপরীতে ১৭ ও ২৪ মে দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্ত অনুযায়ী ঈদকে ঘিরে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন, যা শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন পর্যন্ত। তবে এই ছুটি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হলেও জরুরি সেবা খাতগুলো এর আওতায় থাকবে না।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যসেবা, টেলিফোন, ইন্টারনেট, বন্দর এবং ডাক সেবা সংশ্লিষ্ট কর্মীরা ছুটির বাইরে থাকবেন। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন এবং কর্মীরাও এই নিয়মের আওতাভুক্ত হবেন না।
সরকার বলছে, দীর্ঘ ছুটির প্রভাবে যেন দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন না ঘটে, সেজন্য সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে