AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ফারুকী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৩ পিএম, ১৯ মে, ২০২৫

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ফারুকী

চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন সরকারের সংস্কৃতি উপদেষ্টা এবং খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন,"আমি সাধারণত চেষ্টা করি মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে কথা না বলতে। তবে আমি তো এই ইন্ডাস্ট্রিরই মানুষ। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকল। আমাদের সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জুলাই আন্দোলনের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা।"

ফারুকীর মতে, ফারিয়ার বিরুদ্ধে মামলা আগে থেকেই থাকলেও তদন্ত শেষ হওয়ার আগে তাকে গ্রেপ্তারের উদ্যোগ সরকার নেয়নি। অথচ এয়ারপোর্টে হঠাৎ করেই তাকে আটক করা হয়, যা সরকারের আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেয়।

তিনি সন্দেহ প্রকাশ করেন যে,"আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে ক্ষোভের প্রেক্ষিতে সরকারের মধ্যে ‘ওভার নারভাসনেস’ কাজ করতে পারে, যার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে।"

ফারুকী আরও বলেন,"কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। এসব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।"

তিনি আশাবাদ প্রকাশ করে বলেন,"আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবেন। ঢালাও মামলাগুলোর ক্ষেত্রে আরও সংবেদনশীলভাবে পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা।"

রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সোমবার (১৯ মে) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই মামলায় ফারিয়ার পাশাপাশি অপু বিশ্বাস, ভাবনা, জায়েদ খানসহ আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করা হয়েছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সহিংসতায় অর্থায়ন ও সহায়তার অভিযোগে।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!