AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ১৮ মে, ২০২৫

বন্ধ হচ্ছে বাংলাদেশ-জাপান বিমানের ফ্লাইট

আগামী ১ জুলাই থেকে ঢাকা-জাপান নারিতা রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার (১৮ মে) বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,“চলমান হজ কার্যক্রম, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

ফলে ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-নারিতা-ঢাকা রুটে কোনো ফ্লাইট পরিচালনা করবে না বিমান।

যেসব যাত্রী ১ জুলাইয়ের পর ঢাকা থেকে নারিতায় যাওয়ার টিকিট কেটেছেন, তারা কোনো বাড়তি চার্জ ছাড়াই পুরো অর্থ ফেরত পাবেন।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে,“টিকিটধারীরা যেন বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার বা নির্ধারিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেন।”

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৩ সালে ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট চালু করে। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও পর্যটকদের জন্য এটি ছিল অন্যতম জনপ্রিয় রুট। তবে চলমান হজ মৌসুমে বিমানের বহরে চাপ এবং আর্থিক বাস্তবতায় এই রুট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে আসলে রুটটি পুনরায় চালু করা হতে পারে।

 

একুশে সংবাদ/ চ.ট/এ.জে

Link copied!