AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার চালুর বিষয়ে সুখবর দিলেন আসিফ নজরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২৮ পিএম, ১৫ মে, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার চালুর বিষয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

এক বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি শ্রমিক পাঠানোর পথ খুলছে। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।


বৈঠকের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় ড. আসিফ নজরুল বলেন,“গত বছর মালয়েশিয়া যাওয়ার প্রক্রিয়ায় থাকা প্রায় ১৭ হাজার শ্রমিক নানা কারণে আটকে যান। এখন সেই শ্রমিকদের ব্যাচ ভিত্তিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। প্রথম ব্যাচের জন্য ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই তারা মালয়েশিয়ায় যেতে পারবেন।”

তিনি আরও জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যমতে,“আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে এবং বাংলাদেশকে এ ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধদের বৈধতা প্রদান, এবং নতুন শ্রমিক পাঠানোর প্রক্রিয়া সহজ করার বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. আসিফ নজরুল জানিয়েছেন,“আমরা চেষ্টা করছি কম খরচে শ্রমিক পাঠাতে, যাতে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ হয় এবং শ্রমিকরা সম্মানজনক জীবিকা অর্জনের সুযোগ পান।”

এদিন বিকেলে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,“আমাদের সরকার ‘মাদানি মালয়েশিয়া’ কাঠামোর আওতায় বিদেশি কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ন্যায়, কল্যাণ ও সহানুভূতির ভিত্তিতে বিদেশি কর্মীদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।”

বিবৃতিতে আরও বলা হয়,“এই বৈঠক দুই দেশের মধ্যে উন্মুক্ততা, সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা বৈশ্বিক শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Shwapno
Link copied!