AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে আর আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৩১ পিএম, ২০ আগস্ট, ২০২৫

মধ্যপ্রাচ্যে শ্রমবাজারে আর আটকে থাকবে না বাংলাদেশ: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ শুধু মধ্যপ্রাচ্যকেন্দ্রিক শ্রমবাজারে আটকে থাকবে না; নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ল’ফার্ম গড়ে তোলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে। সৌদি আরবে জুলাই অভ্যুত্থানে সংহতি জানানোয় আটক হওয়া ১ হাজার ৮৭৬ জন প্রবাসীকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।

নারী শ্রমিকদের আনুষ্ঠানিকভাবে বৈধ করার প্রক্রিয়া চলমান উল্লেখ করে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে আগের সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হচ্ছে। পাশাপাশি কেয়ারগিভারদের জন্য ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে দক্ষ কর্মী পাঠানো সম্ভব হয়।

রেমিট্যান্স প্রেরণ সহজীকরণ প্রসঙ্গে তিনি জানান, এখন প্রবাসীরা সরাসরি টাকা পাঠাতে পারছেন। প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হারও ১ শতাংশ কমানো হয়েছে।

এক বছরের অর্জন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ সৃষ্টি, আইনগত সংস্কার ও নীতিগত পরিবর্তন হয়েছে। যদিও পুরো সংস্কার এক বছরে সম্ভব নয়, তবে একটি শক্ত ভিত্তি তৈরি করা হয়েছে। ধারাবাহিকতা বজায় থাকলে বাস্তব উন্নয়ন ও টেকসই সংস্কার সম্ভব হবে।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!