আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে সমাবেশ শেষে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা।
শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার পর থেকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শুরু করেন। এতে শাহবাগ এলাকা এবং আশেপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশ শেষে বিক্ষোভকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়ক থেকে শাহবাগ মোড়ে এসে জড়ো হন। তারা ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘গণহত্যার বিচার করো’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনেও একই দাবির প্রতিফলন দেখা যায়।
অবরোধে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও অংশ নিচ্ছেন। শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।”
এ কর্মসূচির পেছনে গত কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং অন্তর্বর্তী সরকারের বিবৃতি বড় ভূমিকা রেখেছে। সরকার জানিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগকে ইতোমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :