AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী আমিরাত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৭ পিএম, ৭ মে, ২০২৫

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী আমিরাত

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক বিনিয়োগ এবং ভিসা ব্যবস্থার সহজীকরণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বুধবার (৭ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ইউএই-র সহাবস্থান ও সহনশীলতা বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান।

তিনি বলেন, “আমাদের রাষ্ট্রপতির নির্দেশে আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্ব আরও গভীর করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে বর্ধিত সংলাপ যে হয়েছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। বিনিয়োগ ও ভিসা সহজীকরণসহ সকল সহযোগিতা নিশ্চিত করতে চাই।”

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমিরাতের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা এমন সহযোগিতার গভীরতর প্রসার চাই। বিভিন্ন খাতে আমিরাতের বিনিয়োগ আমরা উৎসাহের সঙ্গে গ্রহণ করব।”

ভিসা প্রসঙ্গে ড. ইউনূস আরও বলেন, “আপনারা যেভাবে দরজা খুলেছেন, তার জন্য ধন্যবাদ। কিছু বিষয়ে এখনও অগ্রগতি বাকি। আশা করি দ্রুতই সেগুলোরও সমাধান হবে।”

এর আগে বুধবার দুপুরে ঢাকায় পৌঁছায় ইউএই-র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়ি। বিমানবন্দরে তাঁদের অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আমিরাতের এমন এক সফর কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 


একুশে সংবাদ/স.ট/এ.জে

Shwapno
Link copied!