AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িক’ বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৫৮ এএম, ৩ মে, ২০২৫

নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িক’ বন্ধ

দেশীয় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার তাদের সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে। শুক্রবার (২ মে) থেকে সংস্থাটির কোনো ফ্লাইট আকাশে ওড়েনি। তবে এ স্থগিতাদেশ কতদিন থাকবে, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ।

ট্রাভেল এজেন্সিগুলো এবং সংস্থাটির ওয়েবসাইটে টিকিট বিক্রির কার্যক্রমও বন্ধ রয়েছে।

সূত্র জানায়, নভোএয়ারের মালিকানা পরিবর্তনের বিষয়ে বিদেশি একটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। সে কারণেই সাময়িক বিরতি দেওয়া হয়েছে। সংস্থাটির বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

নভোএয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চলতি মাসের মধ্যেই বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, “অর্থনৈতিক কারণে তারা ফ্লাইট বন্ধ রেখেছে বলে জানিয়েছে। দুই সপ্তাহের মধ্যে আবার চালু হতে পারে। তবে অর্থনৈতিক সমাধান না হলে ভবিষ্যৎ অনিশ্চিত।”

এর আগে ২০ এপ্রিল নভোএয়ার টিকিট বিক্রি বন্ধ করে দেয়। পরে তা আবার চালু করলেও শুক্রবার থেকে ফের সব ফ্লাইট বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নভোএয়ার অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে কলকাতাগামী তাদের একমাত্র আন্তর্জাতিক রুটটি স্থগিত করা হয়েছে।

 

একুশে সংবাদ/স.কা/এ.জে

Shwapno
Link copied!