পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে কাতারের দোহা থেকে ইতালির রাজধানী রোমের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে দোহা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টা রোমে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। রোম বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।
শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, ধর্মীয় নেতা ও কূটনীতিকরা অংশ নেবেন।
প্রেস উইং সূত্র জানায়, অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ ছাড়া প্রধান উপদেষ্টার রোম সফরে অন্য কোনো বৈঠক বা কর্মসূচি নেই। তিনি রোববার (২৭ এপ্রিল) দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
পোপ ফ্রান্সিস গত সোমবার ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ২০১৩ সাল থেকে টানা ১২ বছর ধরে রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বে বিশ্বজুড়ে শান্তি, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যবিরোধী প্রচারণা নতুন মাত্রা পেয়েছিল।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :