AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন



মান্দায় আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর উত্তর পাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে এই কাজ শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণেশপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক রফিকুল ইসলাম, আলহাজ্ব কছির উদ্দিন চৌধুরী, হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম শান্ত, স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ বাচ্চু, জুয়েল রানা, নয়ন প্রমুখ।

এ বিষয়ে গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) বলেন, “চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। রাস্তা, কালভার্ট নির্মাণ থেকে শুরু করে হাট-বাজারের উন্নয়ন—সবক্ষেত্রেই পরিবর্তন আনার চেষ্টা করেছি। আরসিসি ঢালাই রাস্তার কাজও তারই অংশ। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিতা অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!