নওগাঁর মান্দা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কেএম মাসুদ রানা। গত ৭ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে ওসি কেএম মাসুদ রানা বলেন, “মান্দা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং জনগণের আস্থা অর্জনই হবে আমার প্রথম লক্ষ্য।”
ওসি কেএম মাসুদ রানা মূলত পাবনা জেলার সুজানগর উপজেলার গজনার বিল এলাকায় জন্মগ্রহণ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বগুড়ার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘ সময় ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, মান্দার মানুষ যাতে দ্রুত ও সেবামূলক পুলিশিং পান, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

